নীলফামারীতে প্রধানমন্ত্রী উপহার পেলেন এক হাজার পরিবার;
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীতে করোনায় ক্ষতিগ্রস্থ এক হাজার নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক,পরিবহণ শ্রমিক,করাতকল শ্রমিক, কাঠ শ্রমিক, জেলে, দর্জি, কুলি, বাদিয়া, মুচি, প্রতিবন্ধী, নরসুন্দর, কুমার, রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক, তালা মেরামতকারীদের মাঝে ইদ-উল আযহা উপলক্ষে প্রধানন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই/২১) বিকালে সদর উপজেলার আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টুডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সভাপতিত্বে এসব উপহার বিতরন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহকারী কমিশনার জায়িদ ইমরুল মোজাক্কিন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীপক চক্রবর্তী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী সহ আরো অনেকে।
প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, লবণ, ২০০ গ্রাম সেমাই, গুড়া দুধ, সাবান ছিলো।