রেখা মনি,রংপুরঃ
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা শিঙ্গহারা বনবিভাগের বাগানের ডোমার সড়কের ধার হতে আজ বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৪০) এক যুবকের বাক্সবন্দী (ট্র্যাঙ্ক) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাক্সের তালা ভেঙ্গে অর্ধগলিত লাশ উদ্ধারের সময় নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান সহ সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
জানা যায় ওই এলাকার গ্রামবাসীদের মধ্যে আখতারুজ্জামান নামের এক ব্যাক্তি গতকাল বুধবার রাত ১২টার দিকে উক্ত স্থানে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছুক্ষন পর পিকআপটি চলে গেলে তিনি রাস্তার ধারে টর্স লাইট জ্বালিয়ে একটি বিশাল ট্র্যাঙ্ক দেখে ভয় পেয়ে চিকিৎকার দেয়।গ্রামের ১০/১২ জন ছুটে এসে বিশাল ট্র্যাঙ্কটি দেখে তাৎক্ষনিকভাবে ডিমলা থানা পুলিশকে মোবাইলে জানায়। ধারনা করা হচ্ছে ওই পিকআপে করে ট্র্যাঙ্কের ভেতর লাশ ভরে তালা দিয়ে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্বরা।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন ,খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে রাখে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রংপুর বিভাগের পিবিআই পুলিশ দপ্তরে জানানো হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপার, সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তাদের উপস্থিরত ট্র্যাঙ্কের দুইটি তালা ভেঙ্গে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সুত্র মতে লাশের সঙ্গে কিছু চিকিৎসার কাগজপত্র পাওয়া যায় ২০১৯ সালের। চিকিৎসাপত্রে জিয়া রহমান নাম লিখা রয়েছে। সেখানে ঠিকানা দেখা যায় দিনাজপুর জেলা। লাশ ময়নাতদন্তেরর জন্য নীলফামারীর মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন এটি রহস্যজনক ঘটনা। আমরা পুলিশ বিভাগের পক্ষে দ্রুত তদন্ত করে লাশের আসল পরিচয় ও ঘটনার নেপথ্য উদঘাটন করতে সক্ষম হবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy