রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সরকারী ডিগ্রি কলেজের পাশে ছিন্নমূল মানুষের জন্য ২০১৮ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন নিরাপদ বৃদ্ধাশ্রম। তিনি কিশোরগঞ্জ উপজেলার ১ নং বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা ঘোনপাড়া গ্রামের আলহাজ্ব সামসুল হকের ছেলে সাজেদুর রহমান সাজু।
অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ২২ আগষ্ট রাত ৯টার দিকে বড়ভিটা বাজারে তার সার ও কীটনাশক দোকান বন্ধ করে। সার ও কীটনাশক বিক্রির ৭০( সত্তর) হাজার টাকা সাথে নিয়ে বাড়ী ফিরছিলেন পথি মধ্যে জামিল মাস্টারের বাড়ীর কাছে পৌঁছালে উত্তর বড়ভিটা গ্রামের আলহাজ্ব নজরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (৪০) সহ অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জন পথ রোধ করে। পূর্ব শত্রুতার জের ধরে হুমায়ুন তার হাতে থাকা রড দিয়ে স্বজোরে আঘাত করলে মোটরসাইকেল থেকে সাজু পড়ে যায়।
সঙ্গে সঙ্গে তাকে অজ্ঞাত ব্যাক্তিরা হাত-পা ও গলা মাটিতে চেপে ধরে। সেই সুযোগে হুমায়ুন দোকানের সার বিক্রির টাকা প্যান্টের পকেট বের করে নেয়। সাজুর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সাজেদুর রহমান সাজু বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..