সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৮১ হাজার ৮১ পরিবার ১০ কেজি করে চাল পাবেন।
চাল বিতরণের কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সোহরাব হোসেন তুহিন ও সম্পাদক হুকুম আলী খান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১১ টি ইউনিয়নে ৭৮ হাজার ও ১টি পৌরসভায় ৩ হাজার ৮১ জন সুবিধাভোগী দারিদ্র মানুষ এর আওতায় আসবে।
দারিদ্র্য মানুষের মাঝে বিতরণের জন্য ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয় ৮১১ মেট্রিক টন ৮১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।
জলঢাকা উপজেলা প্রশাসন ১৮ জুলাইয়ের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে সুবিধাভোগী দারিদ্র্য মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করার আহবান জানান ।
Leave a Reply