নীলফামারীর জলঢাকায় গত চার বছর আগে বন্যায় হেলেপড়া সেতুটি আজও সংস্কার ও মেরামত না করার ফলে চলাচলে এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত সেতুটি মেরামত ও সংস্কার করার দাবী জানান।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডাউয়াবারী ইউনিয়নের ১ নং ডাউয়াবারী চরভরট ওয়ার্ড। এই ওয়ার্ডের বাসিন্দারা ইউনিয়ন অফিস ও বাজার ও উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন জানান, সেতুটি হেলে পড়ার দিনই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান ও প্রকৌশলী হারুন অর রশীদ কে জানানো হয়েছিল ।সেই সময় তারা উধর্বতন কর্তৃপক্ষ কে জানানো সহ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু চার বছর হয়ে গেলেও সংস্কারের কোন উদ্দ্যোগ নেয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক জানান, গত ২০১৫ - ১৬ অর্থ বছরে ত্রানের ১২ লাখ টাকায় এ সেতু নির্মান কাজ শুরু হয়ে ২০১৭ সালের মে মাসে কাজ শেষ হয়। এবং বন্যার পানিতে সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছিল।
এলাকাবাসীর দাবী সেতুটি দ্রুত মেরামত করা হউক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy