নিজেদের চলাচলের জন্য নীলফামারীর জলঢাকায স্বেচ্ছাশ্রমে বাঁশের ব্রিজ নির্মাণ করেছে এলাকাবাসী।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় ,উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাফিনের বাড়ির কাছে ৫নং ওয়ার্ডের ধুম নদীর উপর টেলিনর ঘাটে কিছুদিন আগে নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে আগে নির্মিত দুই পারের মানুষের চলাচলের একমাত্র ভরসা এ-ই বাশেঁর ব্রিজটি ভেঙে পড়ায় কলাগাছের ভেলা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। এই ভেঙে যাওয়া ব্রিজটি চলাচলের উপযোগী করে তুলতে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে এলাকার তরুন যুবকরা উদ্দ্যোগ গ্রহন করে এলাকাবাসীর কাছ থেকে প্রায় ৩ শত বাঁ সংগ্রহ করে ব্রিজটি পুনঃনির্মাণ করার কাজ শুরু করে।
এলাকাবাসী জনায়, বিশষ করে বর্ষা মৌসুমে পারাপারে চরম ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা। ধুম নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে ব্রিজ ভেঙে পড়ায় পারাপারে ব্যবহার করেন কলাগাছের ভেলায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy