প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২০, ২:২৬ এ.এম
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় অন্যের জমির বাঁশঝাড় ও সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় অন্যের জমিকে জোরপূর্বক নিজের জমি দাবি করে প্রতিপক্ষের লাগানো সুপারী বাগান ও বাঁশঝাড় কেঁটে দিয়েছে একটি পক্ষ।
জমির মালিক সুপারী বাগান ও বাঁশঝাড় কাঁটতে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন জমির মালিকসহ তিনজনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আহতরা কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ফরিজুল ইসলাম ৫ জনকে আসামী করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোংগা হাজীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সেরাজুল ইসলাম তার বাবার পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং কবলা খরিদ মূলে ক্রয় করা ১৭ শতাংশ জমিতে সুপারীবাগান ও বাঁশঝাড় লাগিয়েছিলেন। যার মৌজা উত্তর চাঁদখানা, জে এল নং – ২৪ ও দাগ নং- ২২৩৫, জমির পরিমাণ ১৭ শতাংশ। যা দীর্ঘ ৫০ বছর থেকে ভোগ দখল করে আসছেন সিরাজুল ইসলাম। কিন্তু গত শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে সিরাজুলের ছেলেরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ বরিজ উদ্দিনের পুত্র বজলু মিয়া, বরিজ উদ্দিনের ছেলে বদিয়ার রহমানসহ কয়েকজন সিরাজুলের জমি নিজেদের দাবি করে জমিতে লাগানো সুপারীবাগান ও বাঁশঝাড় কেঁটে ফেলে। এসময় সিরাজুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী ফজিলা বেগম (৪৮) বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাঁদের পিটিয়ে গুরুতর আহত করে।
জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন থেকেই বিরোধ চলছিল। এর মধ্যে সিরাজুল ইসলামের ছেলে ফরিজুল বাদি হয়ে গত ৬ আগষ্ট বিজ্ঞ নির্বাহী মেজিস্ট্রেট আদালত কিশোরগঞ্জ, নীলফামারীতে ১১ জনকে আসামি করে ফৌজদারি দন্ডবিধির ১০৭/১১৭(সি) ধারা মোতাবেক মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর বিভিন্ন শর্ত সাপেক্ষে আসামিগনদের মুচলেকার মাধ্যমে তা মিমাংসা হয়।
বিবাদিগণ মিমাংসার দুইদিন পরে গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে বরিজ উদ্দিন, তার ছেলে বদিয়ার রহমান (৩৫), ও বজলু মিয়া (২৬) আবারো জমি নিজের দাবি করে কাউকে কিছু না বলে, ফরিজুল ইসলামের বাড়ীর পাশে লাগানো প্রায় ২৫ টি সুপারি গাছ, জাম্বুরার গাছ ও প্রায় একশটি বাঁশ কেঁটে ফেলে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy