প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২০, ৭:৪৮ পি.এম
নেত্রকোনায় হাওরে নৌকা ডুবে নিহত ১৮ জন
ময়মনসিংহে নেত্রকোণার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র উচিতপুরের হাওরে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও চারজন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দায় এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানা গেছে। মদন থানার ওসি মো. রমিজুল হক এ খবর নিশ্চিত করেছেন।
নিহত ১৮ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। চার জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার কাজ চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy