রফিকুল ইসলাম মদন উপজেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় স্কুলছাত্র অপহরণ নাটকীয় কায়দায় হোটেল থেকে উদ্ধারত্রকোণার মদন উপজেলার আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তারিকুজ্জামান ইপুকে ১২ দিন পর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশের উপজেলার আটপাড়ার তেলিগাতী বাজার থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। আজ শনিবার জবানবন্দি নেওয়ার জন্য তাকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
ইপু নিখোঁজের পর তার বাবা গত ১৩ অক্টোবর গোলাপ মিয়াসহ ৪ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার (১৮ অক্টোবর) প্রধান আসামি গোলাপ মিয়াকে গ্রেপ্তার করে (২২ অক্টোবর) শুক্রবার নেত্রকোণার জেল হাজতে তাকে প্রেরণ করেন। থানা থেকে ১১ কিলোমিটার দূরে তেলিগাতী বাজার থেকে ইপুকে উদ্ধার করায় স্কুলছাত্র অপহরণ নাটকের ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় গোলাপমিয়াসহ ৪ জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় আসামিপক্ষের লোকজন ক্ষোভ প্রকাশ করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
থানা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর কাপাসাটিয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে তারিকুজ্জামান ইপু প্রাইভেট পড়তে মদন পৌর সদরে যায়। পরে বাড়ি না ফেরায় তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৌলা মিয়ার ছেলে গোলাপসহ ৪ জনকে আসামি করে ইপুর বাবা বুধবার রাতে (১৩ অক্টোবর) মদন থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপ্রেক্ষিতে অভিযান চালিয়ে (১৯ অক্টোবর) সোমবার কুমিল্লা থেকে প্রধান আসামি গোলাপ কে গ্রেপ্তার করা হয়। পরে আসামি গোলাপ কে নিয়ে সিলেট ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোন সন্ধান না পাওয়ায় শুক্রবার (২২ অক্টোবর) গোলাপকে জেলহাজতে প্রেরণ করেন মদন থানার পুলিশ। ওই দিনেই সন্ধ্যায় আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার থেকে তারিফুজ্জামান ইপুকে উদ্ধার করে মদন থানায় নিয়ে আসা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক তেলিগাতী বাজারের একাধিক প্রত্যকদর্শী জানান, স্কুল ছাত্র ইপু ৪/৫ দিন ধরে বাজারের একটি হোটেলে কাজ করছে।
শুক্রবার বিকালে ছেলেটির বাবা তাকে নিয়ে মদনের দিকে যাওয়ার সময় বাজার পূর্বদিকের শেষ প্রান্ত থেকে পুলিশ এসে নিয়ে যায়। এ সময় ছেলেটির কাছে কাপড়সহ একটি ব্যাগ ছিল।
এদিকে আসামির এলাকার রফিকুল ইসলাম, ইমরানসহ অনেকেই জানান, গোলাপ যদি ছেলেটিকে অপহরণ করে থাকত তাহলে তাকে নিয়ে অভিযান করার সময় উদ্ধার হতো। স্কুলছাত্র অপহরণ, নাকি সে সেচ্ছায় পালিয়ে ছিল বিষয়টি তদন্ত করে সত্য প্রকাশ করার দাবি জানান তারা
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy