সোমেন সরকার
নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের মাহবুবুল হক মেম্বার বাড়ির ইউছুপ আলীর ছেলে।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৪টার দিকে নোয়াখালী-জোরারগঞ্জ সড়কের কবিরহাটের হালিমের মোকাম নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে মঞ্জু এবং তার বন্ধুরা মোটরসাইকেল যোগে কোথাও যাচ্ছিল। হালিমের মোকাম নামকস্থানে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়।
এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা মঞ্জু ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply