প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:৫৭ পি.এম
নোয়াখালীতে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় দিবস পালিত
শাহাদাত হোসেন :
নোয়াখালীতে ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসক।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে, দিবসটি উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ সভাপতিত্বে, "অন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ৩০তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ )নোয়াখালী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy