প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ৮:২৬ পি.এম
নোয়াখালী জেলার জেলা প্রশাসকের সংবর্ধনা অনুষ্ঠান
শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
Facebook Twitter share
পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এর বদলী জনিত বিদায় উপলক্ষে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. গােলাম সরােয়ার, চেয়ারম্যান,
Surjodoy.com
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; জনাব লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর; জনাব সৈয়দ সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ; জনাব সোহানা হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ; উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সদর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
The Daily surjodoy
অনুষ্ঠানে বক্তারা বলেন পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসাথে বিদায়ী অতিথির পারিবারিক জীবনে সুখ ও শান্তি এবং চাকরি জীবনের সবার সাথে মিলেমিশে সুখ ও শান্তি কামনা করেন।
The Daily surjodoy
জেলা প্রশাসক তার বক্তব্যে পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য সদর উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি সদর উপজেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কর্মকর্তাদের যে মেলবন্ধন এবং সুসমন্বয় তার ভূয়সী প্রশংসা করেন।
The Daily surjodoy
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কিছু দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তাও বিতরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy