নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেঘ ফ্যাশন গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- একই ইউনিয়নের মেঘ ফ্যাশন গ্রামের সোহরাব উদ্দিনের স্ত্রী আকলিমা বেগম (২২) ও মেয়ে মরিয়ম সালমা (২)।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মা-মেয়ে গোসল করতে যান। এ সময় মায়ের অগোচরে তার ২ বছর বয়সী মেয়ে সালমা পানিতে পড়ে ডুবে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply