বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউপির ২ নম্বর ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাব।
আটকরা হলেন, রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ, হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ, হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন, হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ।
র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব আলামতসহ জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। অস্ত্রসহ আটক চারজনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy