বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক সফিকুল ইসলাম এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, সোনাইমুড়ী চাটখিল সড়কে বড় মসজিদের দক্ষিণ পূর্ব পাশের্^ রাস্তার উপর যাত্রী সেবা পরিবহন থামিয়ে ২০০৯ সালের ২৭শে অক্টোবর আসামী আবুল বাসার বাবুল থেকে প্লাস্টিকের ব্যাগে কামিজ মোড়ানো অবস্থায় তিনটি ব্যাগে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে সোনাইমুড়ী থানার পুলিশ। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অবৈধ মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রয়ের জন্য হেফাজতে রাখার দায়ে বিজ্ঞ আদালত আসামির অনুপস্থিতে এ রায় দেন।
অভিযুক্ত আবুল বাসার বাবুল জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এমদাদ হোসেন কৈশোর এপিপি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy