নোয়াখালীর পুলিশ লাইন্স দীর্ঘদিনের পরিত্যক্ত খোলা জায়গা সংস্কার করে সেখানে নানা প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন আজ বুধবার সকালে পুলিশ লাইন্সের বিভিন্ন খোলা জায়গায় নানা প্রজাতির ফুল, ফল, সবজির চারা রোপন করেন।
এসময় পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমস্ত্রীর নির্দেশনায় আমরা এক ইি জায়গা খালী না রেখে নোয়াখালী পুলিশ লাইন্সের দীর্ঘদিনের অব্যবহারিত জায়গায় ময়লা পানি ও আর্বজনায় একাকার হয়ে দুর্গন্ধে মশার বংশবিস্তারে মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছিল। সেই পরিত্যক্ত স্থানটিকে সংস্কার করে আমরা আম, লিচু, মালটাসহ নানা প্রজাতির গাছের চারা রোপন করি।
তিনি আরও বলেন, পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে নোয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত আবাসিক প্রায় ছয়শতাধিক পুলিশ সদস্যদের বিনামূল্য সবজি, ফল ও আমিষের চাহিদা মেটানো সম্ভব। এতে করে পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদা মিটাবো ও বাজারের উপর নির্ভরশীলতা কমবে ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খালেদ ইবনে মালেক, সদর সার্কেল আব্দুল রহিম, বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।