উয়েফা জানিয়েছে, শেষ ষোলোর ম্যাচ ছাড়া এবারের আসরের বাকি ম্যাচগুলো পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
শুধু বার্সেলোনা-নাপোলি নয়, কোয়ার্টার ফাইনাল শুরুর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে আরো কিছু ম্যাচ বাকি রয়েছে। সেগুলোর সূচিও জানা গেছে।
কোয়ার্টার ফাইনালের আগের বাকি ম্যাচগুলোর সূচি অনুসারে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। ইপিএলের আরেক দল চেলসিকে জার্মানিতে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। এছাড়া লিঁওকে ইতালিতে আতিথ্য দেবে জুভেন্টাস।
শেষ ষোলোর দ্বিতীয় লেগের এই ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল পর্তুগালের ক্লাব পোর্তো এবং গিমারেস। কিন্তু ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি এই ক্লাবগুলোর মাঠে ম্যাচ আয়োজনের বিরোধিতা করে। ফলে ম্যাচগুলো খেলতে ৪টি দলকেই এখন সফরে যেতে হবে। তবে খেলার সময় খেলোয়াড় ও কোচিং স্টাফদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে উয়েফা।