উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের মেম্বর কাজী রওশন কে (৪৫) আটক করেছে লোহাগড়া থানা পুলিশ তাকে শনিবার সকালে স্হানীয় এড়েন্দা বাজার এলাকা থেকে আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কাজী রওশন সারুলিয়া গ্রামের মৃত কাজী তবিবর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় মেম্বর কাজী রওশনকে আটক করা হয়েছে। লোহাগড়া থানার এসআই মাহফুজুল হক ও এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে এড়েন্দা বাজার এলাকা থেকে তাকে আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রওশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সারুলিয়া গ্রামে বিবাদমান কোন্দলে এক পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলো কাজী রওশন। সম্প্রতি তার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই গ্রামের তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy