উজ্জ্বল রায়ঃ
নড়াইলের দুইযুবক ঝিকরগাছায় ভারতীয় ঔষধসহ আটক করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল । গত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার টোনা গ্রামের শওকত আলি সরদারের ছেলে রাসেল সরদার (২৪ এবং রফিকুল ইসলামের ছেলে শামছুর রহমান (২৬)। যশোর জেলার ঝিকরগাছা রজনীগন্ধা হোটেলের সামনে থেকে ভারত থেকে আনা অবৈধ ঔষধসহ দুইজনকে গ্রেফতার করেছে।
তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ঔষধ পেয়েছে বলে জানিয়েছে র্যাব।
আসামী ও জব্দকৃত আলামতসহ ঝিকরগাছা থানায় হস্তান্তর তাদের হস্তান্তর করেছে র্যাব।
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ই ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গ্রেফতারকুতরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে চোরাই পথে
বিভিন্ন ভারতীয় পণ্য আনতে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy