নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের মো: ইবায়েত বেগ (৫০)কে কুপিয়ে মারাত্মক জখম করেছে একদল দুর্বৃত্তরা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮/১১/২০২০ তারিখ: রবিবার সকাল ৯ টার দিকে ইবায়েত বেগ তার নিজ বাড়ি ফুলদাহ থেকে চাঁচুড়ি বাজারে যাওয়ার পথে মধ্যপথে উৎপেতে থাকা একদল দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন আহত ইবায়েত কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়, এই বিষয়ে স্থানীয় পুরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইনুচ বলেন, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, সঙ্গে এখন এলাকার পরিবেশ শান্ত আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy