
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের পল্লীতে ইতনা গ্রামে শ্বশুর বাড়ীতে মাহাবুল্লাহ নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পওয়া গেছে। আত্মহত্যার শিকার মাহাবুল্লাহ শেখ (২৩) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের গোলাম মোস্তফা শেখের ছেলে । এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মোস্তফা শেখের ছেলে মাহাবুল্লাহর সাথে এক বছর আগে ইতনা গ্রামের রঞ্জু শেখের মেয়ে সুমাইয়া খানমের (১৯) বিয়ে হয়। এদের বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত । এর জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মাহাবুল্লাহ শ্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে একটি ঘরের মধ্যে আড়ার সাথে গলায় গামছা ও ওড়না দিয়ে আত্মহত্যা করে। এলাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply