প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২০, ৭:২২ পি.এম
নড়াইলের পল্লীতে পানিতে ডুবে ভাইয়ের মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে একটি মৎস্যঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইলের গুয়াখোলা গ্রামের সমির বৈরাগী তার সাত বছরের ছেলে অরিন এবং ভাগ্নে রামকে নিয়ে মৎস্যঘেরে নৌকায় চড়ে জাল দিয়ে মাছ ধরছিলেন। এক পর্যায়ে নৌকা থেকে শিশু দু’টি পানিতে পড়ে যায়। তবে সমির বৈরাগী বেশ কিছুক্ষণ পর তার ছেলে ও ভাগ্নের নৌকা থেকে পড়ে যাওয়ার ঘটনাটি টের পান। এরপর ঘের থেকে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবার-পরিজনসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy