সরেজমিনে খোঁজ-খবর নিয়ে দেখা গেছে, সাধারণত কিশোর গ্যাং দলের সদস্যরা সকালে এবং বিকালে জোটবদ্ধ হয়ে চলাফেরা করে থাকে। এদের সকলেরই হাতে থাকে দামি মোবাইল ফোন। স্কুলের সামনে,চায়ের দোকানে,বাজারের গলিতে ও ফাঁকা মাঠে আড্ডার পাশাপাশি মোবাইলে গেম খেলাসহ,বিভিন্ন পর্ণসাইটে ঢু মারে। এছাড়া,স্কুল ও কলেজগামী মেয়েদের উত্যক্ত করে থাকে। কিশোর গ্যাংয়ের সদস্যরা নামি-দামি মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে পাড়া মহল্লায় চষে বেড়ায়। এদের চলাফেরায় সাধারণ পথচারীরা ভিত সন্ত্রস্ত থাকে,কখন যেন তাদের ওপর চড়াও হয়। কেউ কিছু বললেই তাদেরকে অপমানিত হতে হয়। অনেকে মান সম্মানের ভয়ে চেপে যায়। কিশোর গ্যাংয়ের বেপরোয়া চলাফেরায় অনভস্ত এ জনপদের মানুষজন। অবাধ চলাফেরার পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। এ সংক্রান্ত অভিযোগও কম নয়।
অপরাধ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া অপরাধে এ কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সোমবার এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শহরের খলিশাখালি গ্রামের মশিয়ার, লাভলু ,সোহেল ,ফয়সাল তালুকদার, আমিনুর, সজিব, ইমন, আলম, আরমানসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ছ্যানদা, রামদা,চাপাতি নিয়ে জলিলের গতি পথ রোধ করে। এর পর দূর্বৃত্তরা জলিলকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং তার শরীর থেকে ডান হাত ও বাম পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে ।
এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, এটা সামাজিক অবক্ষয়রে ফল। এছাড়া পিতা-মাতা সন্তানদের বিভিন্ন অযৌক্তিক আবদার পূরণে বাধ্য হচ্ছে-এটাও কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারন। এই কিশোরদের সঠিক পথের অনুসারী করে তুলতে হবে।
সরকারী লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান জানান, সমাজ পরিবর্তনে রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে। সমাজে অপরাধী হওয়ার সুযোগ বন্ধ করতে হবে। অন্যদিকে পরিবারে কিশোরদের একাকী বা বিচ্ছিন্ন না রেখে যথেষ্ট সময় দিতে হবে। শিক্ষক, জনপ্রতিনিধি,অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত করা গেলে বিপথগামী কিশোরদের সুপথে আনা সম্ভব বলে তিনি জানান।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, অতি সম্প্রতি দেশে কিশোর গ্যাং কালচারের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে। পিতা-মাতার সচেতনতা,আন্তরিকতাই পারে সন্তানদের এ অপরাধ থেকে দূরে রাখতে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy