উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের পল্লী জুয়াড়ী ও সরঞ্জামসহ আটক ৪
নড়াইলের ৩ নং শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মাঠ এলাকা থেকে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ী কে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের সঙ্গীয় ফোর্স ।
পুলিশ সূত্রে জানা যায় শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মাঠের মধ্য কিছু জুয়াড়ি টাকার বিনমিয়ে জুয়া খেলছে। গোপন সংবাদের ভিত্তিতে.আবু জাফর খান, গোলাম নবী খান,.রফিকুল ইসলাম, পিং আবু সাইদ, উভয় সাং মাকড়াইল .গোলাম সারোয়ার, পিং আবু মোল্যা, সাং লাহুড়ীয়া ডহরপাড়া এবং ৪,আব্দুর রউফ, পিং মতিয়ার মোল্যা সাং চরশালনগর সর্ব থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদের ০২/১১/২০২০ তারিখ : সোমবার অনুমানিক রাত ১ ঘটিকার সময় মাকড়াইল মাঠের ভেতর থেকে জুয়ার সরঞ্জামসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..