নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা থেকে ডর-বল্লাহাটি পর্যন্ত রাস্তাটি একেবারেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। মনে হচ্ছে এটা ধানরোপন করা জমি। কিন্তু বাস্তবে তা নয়। এটা মানুষ ও যানবাহন চলাচলের রাস্তা। জানা যায়, উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা থেকে ডর-বল্লাহাটি পর্যন্ত রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। তারপরও বা’ধ্য হয়ে প্রতিদিন শত-শত মানুষ এরাস্তা দিয়ে মেইন সড়কে উঠে পার্শ্ববর্তী গোপালগঞ্জ, বিভাগীয় শহর খুলনা, জেলা সদর,উপজেলা ও নড়াগাতী থানায় চলাচল করে থাকে। কিন্তু এ রাস্তার দিকে জন প্রতিনিধি বা যথাযথ কর্তৃপক্ষের কোন খেয়াল নেই বলে এলাকাবাসীর অভিযোগ। জনস্বার্থে রাস্তাটি নির্মাণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তাটি নির্মাণের আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy