নড়াইলে অস্ত্র মামলায় শেখ মোহাম্মদ নাঈম ওরফে জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। মোঃ নাঈম নড়াইলের লোহাগড়া উপজেলার চরসুচাইল পাংখারচর গ্রামের পূর্ব পাড়ার তৈয়েবুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ ফ্রেরুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলার চরসুচাইল পাংখারচর পূর্ব পাড়া এলাকার শেখ মোহাম্মদ নাঈমের বসতবাড়ী থেকে দেশীয় তৈরী ওয়ান সুটারগানসহ নাঈমকে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করে র্যাব-৬।
মামলায় তদন্তকারি কর্মকর্তাসহ মোট ৯জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আমাসী শেখ মোহাম্মদ নাঈম পলাতক আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy