কালিয়া থানার এস আই সাইদুর রহমান ও দেবব্রত জানান, বুধবার সকালে কালিয়ার নবগঙ্গা ও চিত্রা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ সাত জেলেকে আটক করা হয়। এরা হলেন-কালিয়ার বিষ্ণুপুর গ্রামের হাসান মুন্সী (২২) ও আজিজ মুন্সি (২৫), পাচকাহুনিয়া গ্রামের পাভেল শিকদার (১৯) ও শেরেকুল শিকদার (১৯), চন্দ্রপুর গ্রামের হাসান শেখ (২৬) ও বাপ্পি মল্লিক (২৩) এবং বুড়িখালী গ্রামের সজিব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গত ১৭ অক্টোবর কালিয়ার চিত্রা ও নবগঙ্গা নদীতে রাতভর অভিযান চালিয়ে ইলিশ মাছ ও জালসহ চারজনকে আটক করে ডিবি পুলিশ। জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার নৌপথে অভিযান চালায় পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy