উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খররিয়া গ্রামে ৪৯৫ পিচ ইয়াবাসহ হাদিউজ্জামান পিয়াল (১৯) ও বাপ্পী মোল্যা (২৬) নামে দুই যুবককে আটক করেছে পেড়লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ -এ এস এম রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স।
আটককৃত হাদিউজ্জামান পিয়াল নড়াইল সদর থানার চুনখোলা গ্রামের মহিদ মোল্লার ছেলে এবং বাপ্পি মোল্লা একই গ্রামের কামাল মোল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর (বুধবার) অনুমান রাত ১১ টায় পুলিশি টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে খড়রিয়া গ্রাম থেকে তাদের ৪৯৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ কনি মিয়া জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply