প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২০, ৭:৩১ পি.এম
নড়াইলে করোনা আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে ঝুড়ি ভর্তি ফল পাঠালেন ডিসি-এসপি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে করোনায় আক্রান্ত সাংবাদিকদের বাড়িতে ঝুড়ি ভর্তি বিভিন্ন ধরনের ফল পাঠায়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম(বার)।
নড়াইল সদরের মোঃজিয়াউর রহমান জামী ও লোহাগড়ায় সাংবাদিক কাজি আশরাফ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায়,জেলা প্রশাসকের পক্ষ থেকে জিয়াউর রহমান জামী বাসায় এক ঝুড়ি বিভিন্ন ফল নিয়ে খোজ খবর নেন ও পুলিশ সুপারের পক্ষে এক ঝুড়ি বিভিন্ন ফল নিয়ে খোজ নেন লোহাগড়ায় কাজি আশরাফ এর বাসায়। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, সাংবাদিক ও তার পরিবারদের খোজ খবর নেন এবং যেকোন প্রয়োজনে জেলা প্রশাসনের ও পুলিশ সুপারের সহযোগিতার কথা জানান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এরকম মহানুভবতায় সাংবাদিক পরিবারের পক্ষ থেকে আশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে কাজি আশরাফ ও জিয়াউর রহমান জামী দুজনেই সুস্থ্য আছেন,করোনা ভাইরাসের কোন উপসর্গ তাদের মধ্যে নেই বলেও জানান।
সাংবাদিক আশরাফ ও সাংবাদিক জামী সবার উদ্দেশে বলেন,এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরে থাকার কোন বিকল্প নাই,আপনারা ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন,অহেতুক জনসমাগমে চলা ফেরা করবেন না ১৪ দিন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলে করোনা ভাইরাস থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy