প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২০, ৮:২৫ পি.এম
নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ

উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক নড়াইলঃ
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে মানুষ যাতে বের না হয় সেজন্য নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে।রবিবার নড়াইল শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরন এবং জীবানুনাশক স্প্রে করা হয়। উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান, জেলা প্রশাসক আনজুমান আরার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,সাধারন
সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,নড়াইল ইউনিটের কর্মকর্তা সাইফুর রহমান হিলু, মোঃ রেজাউল বিশ্বাস, আসলাম খান লুলু এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেই, সবাই সচেতন হলে এটা প্রতিরোধ করা সম্ভব। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে,নিয়মিত ২০ সেকেন্ড হাত ধুতে হবে, কারনছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করতে হবে । যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy