প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২০, ১২:৩১ পি.এম
নড়াইলে করোনা যুদ্ধে আমরা অগ্রযাত্রায় সুধীজনের সাথে মতবিনিময়

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নড়াইল এর জেলা প্রশাসক, আঞ্জুমান আরা, পুলিশ সুপার, জসীমউদ্দীন, পিপিএম বার, পৌর মেয়র, জনাব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি, মলয় কুমার কুন্ডু, নড়াইল জেলা প্রেস ক্লাব এর সন্মানিত সাধারণ সম্পাদক, শামীমুল ইসলাম টুলু, সরকারী ভিক্টোরিয়া কলেজ, নড়াইল এর সন্মানিত অধ্যক্ষ, রবিউল ইসলাম সহ আরও অনেকেই।
সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্কোয়াড নড়াইল এর সুযোগ্য চেয়ারম্যান, শ্রদ্ধ্যেয় গোলাম মোর্ত্তজা স্বপন।
এছাড়াও বঙ্গবন্ধু স্কোয়াড নড়াইল এর প্রধান সমন্বয়ক, জনাব মাহফুজুর রহমানের নেতৃত্বে থাকা অজস্র সেচ্ছাসেবীরা এই সভায় অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক, ৬ নং নড়াইল পৌর ওয়ার্ড কাউন্সিলর, জনাব শরফুল আলম লিটু।
বঙ্গবন্ধু স্কোয়াড নড়াইল এর পক্ষ থেকে সমস্ত সুধীজন অতিথি এবং সমস্ত উপস্থিত সহযোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের অনুপ্রেরণা ও আত্মত্যাগে বঙ্গবন্ধু স্কোয়াড নড়াইল সামনে এগিয়ে যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy