প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২০, ৭:২৫ পি.এম
নড়াইলে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
ভয়াবহ দূর্যোগ করোনা মহামারিতে মানবেতর জীবন যাপন থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আর্থিক সহায়তা কামনা করে নড়াইলে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সামিউল আলম জিহাদ, নড়াইল জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আসলাম খান, অধ্যক্ষ নিয়াজ মাহফুজ খান টিটো, মতিয়ার রহমান। বক্তারা বলেন, ভয়াবহ দূর্যোগ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ নড়াইলসহ বাংলাদেশের সকল জেলায় কয়েক হাজার কিন্ডার গার্টেন স্কুলের মালিক-শিক্ষক-কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন। এর থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা বক্তব্যে বলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy