প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২১, ৮:৪১ পি.এম
নড়াইলে কুয়াশায় নির্বাচনী প্রচারণায় ধাক্কা।দলীয় নির্দেশ অমান্য করায় আওয়ামী লীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
দলীয় নির্দেশ অমান্য করায় আওয়ামী লীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার। নড়াইলে প্রচন্ড শীতের পাশাপাশি প্রায় প্রতিদিনই কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রাম-গঞ্জ-শহর। প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে নড়াইলের জনপদ। প্রায় এক সপ্তাহ যাবত এই বিরূপ আবহাওয়া বিরাজ করছে।
এতে ছিন্নমূল মানুষসহ শ্রমজীবীরা বিপাকে পড়েছেন। এ ছাড়া বোরো ধানের চারা রোপনেও কৃষকদের দুর্ভোগ হচ্ছে। যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ¦ালিয়ে চলাচল করছে।
এদিকে, আগামী ৩০ জানুয়ারি নড়াইল এবং কালিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারণায় শীতের ধাক্কা লেগেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রচারণা।
সবমিলে প্রচন্ড শীত ও কুয়াশায় নড়াইলের জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।
অপরদিকে নড়াইলের কালিয়ায় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ওহিদুজ্জামান হীরার বিপক্ষে কাজ করায় দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে আওয়ামী লীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে।
সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলো, কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান, কালিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশ্বনাথ স্বর্ণকার, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস চন্দনা হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রিন্স, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী গোলাম মোহাম্মদ, সালামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল আওয়াল ও ইলিয়াসাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী।
বহিষ্কৃত নেতৃবৃন্দ কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ওহদিুজ্জামান হীরার বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুশফিকুর রহমান লিটনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর অনুচ্ছেদ মোতাবেক তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy