প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২০, ৭:১১ পি.এম
নড়াইলে জ্বর, শ্বাসকষ্টে একজনের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
করোনার উপসর্গে নড়াইল সদর হাসপাতালে একজনের মৃত্যু,৩২জনের করোনা শনাক্ত
জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নড়াইলের লোহাগড়ায় কুটি মিয়া নামের একব্যক্তি মারা গেছেন। কুটি মিয়া করোনার উপসর্গ নিয়ে গতকাল সোমবার (১৩ জুলাই) দুপুরে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এবং ওইদিন (সোমবার) রাতেই হাসপাতালে মারা যান তিনি।
এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২জনের করোনা শনাক্ত হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বলেন, এর মধ্যে নড়াইল সদরে ১৩জন, লোহাগড়ায় ১৮জন এবং কালিয়া উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১জন পুলিশ সদস্য ও ১০জন চিকিৎসকসহ মোট ৪২৩জনের করোনা শনাক্ত হয়েছে।
ইতোমধ্যে ১০চিকিৎসকসহ ১৮৫জন সুস্থ হয়েছেন এবং এপর্যন্ত আট জন মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে ১৫জন হাসপাতালে ও অন্যরা নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy