উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে করোনা উপসর্গে মাহমুদা কবিতা নামে স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নড়াইল পৌর সানফ্লাওয়ার স্কুলের শিক্ষক ছিলেন। তার বাড়ি নড়াইল শহরের আলাদাতপুর এলাকায়। রোববার (১৯ জুলাই) খুলনা সার্জিক্যাল হাসপাতালে মৃতুবরণ করেন। এদিন সন্ধ্যায় তাকে নড়াইল পৌর গোরস্থানে বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যদের সহযোগিতায় দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে শনিবার মৃতের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পারিবারিকভাবে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন করোনা উপসর্গে ভুগছিলেন। শনিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সিভিল সার্জ*ন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নিবেন বলে জানান। নড়াইলে এ নিয়ে এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২২জন পুলিশ সদস্য এবং ১৩জন চিকিৎসকসহ সর্বমোট ৫২৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ২১২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৯জন মা,*রা গেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy