নড়াইলে চটপটি বিক্রয়ের আড়ালে ইয়াবা ব্যবসা ৭০ পিচ ইয়াবা সহ গোয়েন্দা পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী।
(৩মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানের ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতা করেছেন নড়াইল ডিবি পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস টিম ডিবি ওসি মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে,এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম,এএসআই মোঃজহুরুল ইসলাম,এএসআই মোঃমাহাবুব সঙ্গীয় ফোর্সসহ নড়াইল কোট চত্বর এলাকায়
চটপটি ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করছে নড়াইল পৌরসভা বরাশোলা গ্রামের সৈয়দ ওলিয়া রহমানের ছেলে মোহাম্মদ হিরো (৩৮),কোর্ট চত্বরে উকিল বারের সামনে চটপটি বিক্রয় করার আড়ালে ইয়াবা বিক্রয় করছে বলে সংবাদ আসে।
সংবাদের ভিত্তিতে কোট চত্বর এলাকায় ডিবি পুলিশ ওত পেতে থাকে চটপটির আড়ালে ইয়াবা বিক্রি করার সময় সরোজমিনে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ইয়াবা বিক্রয় করার নগর ১০,৫০০ টাকা সহ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এদিকে,সদ্য যোগদানকৃত নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর সঠিক দিগ নির্দেশনায় আটক হচ্ছে বিপুল পরিমান মাদক নিয়ে মাদক ব্যবসায়ী”রা।
পুলিশ সুপার সর্ব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন এবং সকল প্রকার তথ্য চেয়েছেন কিন্তু সে তথ্য হতে হবে সঠিক।
সাংবাদিকদের তথ্য মতে সাথে সাথে নেয়া হবে ব্যবস্থা সেটা যদি পুলিশ সদস্যও হয় কোন ছাড় নেই বলেও জানান পুলিশ সুপার।
সুশিল সমাজসহ জনমনে দেখা দিচ্ছে আনন্দের হাসি কেন এ আনন্দ জানতে চাইলে জানা যায়,নড়াইলে নতুন এসপি সাহেব আসার পর থেকেই মাদক কারবারীরা ধরা খেতে সুরু করেছে।
হঠাৎ করেই ফেনসিডিল,ইয়াবা,গাঁজাসহ ধরা পড়ছে কেন,এর আগেও তো নড়াইলে পুলিশ সুপার ছিলো তাহলে সে কি করেছিলো যে এতো মাদক সহ মাদক ব্যবসায়ী”রা এখন প্রতিনীয়ত ধরা পড়ছে।
হ্যা এর আগেও মাদক ব্যবসায়ীরা ধরা পড়েছে কিন্তু বর্তমান পুলিশ সুপার এসেছে ৪-৫ দিন এ কয় দিনে যে মাদক সহ ব্যবসায়ী”রা প্রতিনিয়ত ধরা পড়ছে এমন চোঁখে পড়েনি।
এটাই একজন ন্যায় নিষ্ঠাবান পুলিশ সুপারের কাজ,যেখানের অনিয়ম দূর্নিতি মাদক বিক্রি সেখানেই পুলিশ সুপারের আইনী ব্যবস্থা।
নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার পিপিএম (বার) জানান,আমার একার পক্ষে সব কিছু জানা সম্ভব না। অনিয়ম,দূর্নিতি,চাদাঁবাজি,সন্ত্রাসী,হাঙ্গামা,বাল্যবিহ্,
ইপটিজিং,ধর্ষণ সহ সকল প্রকার অনিয়মের তথ্য আমাকে দিন আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।
আপনারা নড়াইল জেলার মানুষ,আপনারা যদি আপনাদের জেলা কে ভালো না রাখেন,তাহলে আমরা কি করতে পারি,আপনাদের জেলাকে আপনাদের ভালো রাখতে হলে আমাকে তথ্য দিন, নড়াইল জেলা পুলিশকে তথ্য দিন,নড়াইল জেলাকে মাদক মুক্ত করুন বলেও জানান তিনি।
Leave a Reply