নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
আটককৃতরা হলো, কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)।
শনিবার রাতব্যাপী নড়াইলের জামরিলডাঙ্গা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত ৭ কিলোমিটার নৌপথে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ মৎস্যশিকারী পালিয়ে যায়।
ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, মা ও জাটকা ইলিশ মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy