তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪নং ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ডিউটি করে বাসায় ফিরলেও বুধবার তার কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভেঙ্গে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, গতকাল রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসা থেকে স্বাভাবিক মৃত্যু ঘটেছে এটাই এখন পর্যন্ত জানা গেছে, পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
জানা গেছে, এসআই শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করায় তিনি একাই বসবাস করতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট তিনি নড়াইল সদর থানায় যোগদান করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy