প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২০, ২:১৮ পি.এম
নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের শিয়ারবর গ্রামের সাবেক মেম্বার আনিসুর রহমান দুলুর, ছোট মেয়ে সামিয়া, বয়স দুই বছর। গতকাল বুধবার বিকালের দিকে নিজ বাড়ি থেকে তাকে সাপে কাটে বলে জানা যায়।
আনিসুর রহমানের তিন সন্তানে
মধ্যে মৃত সামিয়া সবার ছোট। বিকালে উঠানে খেলা করার সময় হঠাৎ তার চিৎকারে পরিবার-পরিজনের সবাই দৌড়ে আসে।
এর পর সামিয়া সাপের কামড়ের কথা বলতে থাকে।
তখন পরিবারের লোক ও আশে পাশের লোকজন তাকে ওঝা কবিরাজের কাছে নিয়ে যায়।
গ্রামের কবিরাজির চিকিৎসা কালের সন্ধ্যা ৭টা থেকে ১০ টা দিকে রোগীর অবস্থার চরম অবনতি হয়ে যাই।
এরপর লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকাসহ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy