প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২০, ৪:৫৩ পি.এম
নড়াইলে ১২৫ হতদরিদ্র শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান
নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে অসহায় হতদরিদ্র পরিবারের শিশুদের পাশে দাঁড়ালো স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। ঈদউল আযহা উপলক্ষে পাঁচ টাকার টোকেন মানিতে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২৫ জন হতদরিদ্র শিশুকে ঈদের নতুন পোশাক দেয়া হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার শহরের রুপগঞ্জে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক প্রদান করেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাসিমা রহমান পলি,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ,স্বপ্নের খোঁজে ফাউন্ডেশের সদস্য শাহ পরান,শাকিল আহমেদ, সোহাগ ফরায়েজী, কেএম রাহাত নেওয়াজ প্রমূখ । ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের অষ্টম সেমেষ্টারের ছাত্র মীর্জা গালিব সতেজ বলেন,মানবিক দিক বিবেচনা করে পড়ালেখার খরচ থেকে অর্থ বাঁচিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের সন্তানদের
ঈদের নতুন পোষাক বিতরণের উদ্যোগ নেই।গরীবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে আনন্দ পাচ্ছি। আমার এ কাজে বাবা-মা অনুপ্রেরণা দিয়েছেন এবং অর্থ সহায়তা করেছেন।তিনি আরো জানান,টোকেন মানি হিসেবে নেয়া সবটাকাও তিনি গরীব-অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। ঈদের নতুন পোষাক পাওয়া ষষ্ঠশ্রেণীর ছাত্রী বর্ষা খাতুন জানায়, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশের পক্ষ থেকে দেয়া ঈদের নতুন পোষাক পেয়ে খুব আনন্দ লাগছে।শহরের শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী খাদিজা একই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী জাকিয়া,নড়াইল কমপ্লেক্সের তৃতীয় শ্রেণীর ছাত্র অনিক মোড়ল জানায়, ঈদে নতুন জামা পাওয়ার মজাই আলাদা। ফাউন্ডেশন সূত্রে জানা যায়,করোনা সংক্রমণ শুরুর প্রথম থেকেই মীর্জা গালিব সতেজ পড়ালেখা বাবদ তাকে দেয়া টাকা থেকে খরচ কমিয়ে জমানো সেই টাকা নিয়ে অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়ান।তিনি তাঁর এ মানবিক কাজে সহযোগিতা করার জন্য ১০ বন্ধুকে সম্পৃক্ত করেন।গত ২৪ মার্চ মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে করে করোনা সংক্রমণ রুখতে কাজ শুরু করেন। এরপর করোনা সংক্রমণ যত বাড়তে থাকে মীর্জা গালিব সতেজ মানবিক সাহায্যের পরিধি বাড়াতে থাকেন।করোনার কারণে বেকায় হয়ে পড়া অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করেন চাল,ডাল,তেল,লবনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।বিতরণ করেন ওষধ সামগ্রী। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক আনজুমান আরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সম্প্রতি এতিম ছাত্রদের মাঝে বিতরণ করেছেন মওসুমী ফলসহ শিক্ষা সামগ্রী।গত ঈদ উল ফিতরে তিনি একশ’ এতিম,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে নতুন পোষাক প্রদান করেন। উল্লেখ্য, আর্ত মানবতার সেবায় ২০১৭ সালে মীর্জা গালিব সতেজের উদ্যোগে
প্রতিষ্ঠিত হয় স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy