উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশি অভিযুক্ত অপুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির চিকিৎসায় এগিয়ে এসেছেন নড়াইলের ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড।
নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার দিনমজুর মা-বাবার কাজে গেলে বাড়ির পাশে খেলছিলো চাঁর বছরের শিশুটি,সুযোগ সন্ধানী প্রতিবেশী বখাটে অপু তাকে মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
এসময় শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে,মুহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে,খবর পেয়ে নড়াইল ০২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সেচ্ছাসেবী সংগঠন ‘টিন তারুণ্য হানড্রেড’ ভুক্তভোগীর পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় এবং নির্যাতিতাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
স্বজনরা জানান,ছবি দেখানোর কথা বলে বাগানে নিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করেন।
এমন নেক্কার জনক ঘটনা ঘটানর জন্য অভিযুক্তদের কঠিন শাস্তি দেওয়া হোক বলে দাবি করেন এলাকাবাসী।
নড়াইল টিম তারুণ্য হানড্রেডের মো:রাসেল বিল্লাহ জানান,যে এ কাজটি করেছেন,এবং তাদেরকে যারা সহযোগিতা করছেন,সবাই কে কঠিন শাস্তি দেওয়া হোক যেন সাস্তি দেখে এমন নেক্কার জনক ঘটনা আর না ঘটাতে পারে বলেও জানান।
এদিকে ধর্ষণের ঘটনার পরপরই অভিযুক্ত অপুকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),বলেন, অভিযুক্তকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
(৩০আগস্ট)রোববার রাতে নড়াইল সদর হাসপাতালে নির্যাতিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়ার কথা জানিয়েছেন নড়াইল সদর হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা:সুব্রত নাগ।
শিশু সন্তানের প্রতি নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন শিশুটির বাবা-মা,এসময় কান্নাজনীত কন্ঠে বলেন,আমার শিশু বাচ্চার সাথে এ কেমন অবিচার হলো আল্লাহ্ আমি এদের বিচার চাই আর কোন বাবা-মার শিশু বাচ্চার সাথে এমন জঘন্য কাজ যেন না করতে পারে।
এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নড়াইল পুলিশ সুপার।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন,মুঠোফোনে জানান,এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy