আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবন-১ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১২০জন ভোটারের মধ্যে ১১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ পেয়েছেন ৬৫ ভোট তার নিকটতম প্রতদ্বন্দ্বি অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড মাহামুদুল হাসান কায়েস পেয়েছেন ৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডৎ নুর মোহম্মদ পেয়েছেন ৫৬ ভোট।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার বিশ্বাস,
আইনও সমাজ কল্যান সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন আহম্মদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট লাভলী আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সদস্য পদে অ্যাডভোকেট অরবিন্দু কুমার মল্লিক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত),
অ্যাডভোকেট মিশকাতুর রহমান সজীব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজু (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট টুটুল সিকদার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
নির্বাচন পরিচালনা করেন আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ,এফ,এম হেমায়েতুল্লাহ হিরু ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেখ নূর মোহাম্মদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy