নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাল্য বিবাহকে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি”
স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ ডিসেম্বর) ম্যাজিক বাস চাইল্ডহুড টু লাইভলীহুড প্রোগ্রাম-২ এর আওতায়, ম্যাজিক বাস গ্লোবালের অর্থায়নে, ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ইকো- সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় আয়োজনের প্রশংসা করে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতথিি হসিাবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার দবেন্দ্রে নাথ টপ্য ও ট্রেনিংএন্ড মনিটরিং অফিসার সারমিন সুলতানা পায়েল, সুমি আকতার, শারমিন শিলা, মৌরসি আকতার,আনোয়ার আযম প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy