নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার বিকাল ৪ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হয়। এই সময় মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাহদাৎ সম্রাট উপস্থিত থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এ পর্যন্ত চেয়ারম্যান পদে ২১, মেম্বার পদে ১৬৩ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৯ জন প্রার্থী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ১নং মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৫ মেম্বার পদে ৩৮এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন, ২নং তোড়িয়া ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৪ মেম্বার পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ০৮জন, ৩নং আলোয়াখোয়া ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৬ মেম্বার পদে ৩৪ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ০৯ জন, ৪নং রাধানগর ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০৪ মেম্বার পদে ২২ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ জন এবং ৬নং ধামোর ইউনিয়নে চেয়ারম্যানে পদে ০২ মেম্বার পদে ৩৫ এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ, ভোটার তালিকা পূর্নবিন্যাস জটিলতার কারণে ঘোষিত তফসিল অনুযায়ী তুতীয় ধাপে ৫নং বলরামপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ওই ইউনিয়নে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy