নিতিশ চন্দ্র বর্মন নিরব পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি হার্ডওয়্যার দোকান সহ ৪টি দোকানের মালমাল সহ প্রায় দু’কোটি টাকার মালমাল ভূস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১১টার সময় ফকিরগঞ্জ বাজারের মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোর হতে আকস্মিকভাবে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা সংলগ্ন মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোর, সাজ ফটো স্টুডিও এবং গফ্ফার সেলুন দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পঞ্চগড় ও বোদা হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সময় আটোয়ারী থানা পুলিশের ভুমিকাও ছিল প্রশংসনীয়। মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোরের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রাজ্জাক ও মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোরের স্বত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলাম জানান, তাদের দু’টি দোকানে ডিজিটাল পাল্লা, পাম্পের মটর, রঙ, টাইলস, প্লাস্টিকের সেলিং, , টিউবওয়েলের পাইপ ,স্যানিটেশনের মালামাল সহ বিভিন্ন হার্ডওয়্যারের মালামাল অগ্নিকান্ডে ভূস্মিভূত হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অগ্নিকান্ডের কারন জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy