নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত থেকে অবৈধপথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী আব্দুর রহিম বাড়ি থেকে ২৩টি গরু উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়
গত সোমবার (২৩ আগস্ট) দিবাগত গভীর রাতে ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরু পাচার করে এনে চোরাকারবারি ২ ভাই মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও পার্শ্ববর্তী আব্দুর রহিম এর বাডীতে ২৩ টি রাখে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই ৩ ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তাদের বাড়ি থেকে ভারত থেকে অবৈধপথে আনা ২৩টি গরু উদ্ধার করা হয়।
বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত এ গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ থেকে ১০ লাখ লাখ টাকা। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান
মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম। তাদের তিনজনের বিরুদ্ধে থানায় গরু চোরাচালানের মামলার প্রস্তুত চলছে। উদ্ধারকৃত গরু, আইনি প্রক্রিয়া নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy