পঞ্চগড়ে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ
(কভিড-১৯) করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য পঞ্চগড়ে পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে আমেরিকা প্রবাসী কল্যাণ সমিতি নিউইর্য়ক। শুক্রবার (৩০জুলাই) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়। পরে জেলা প্রশাসক পাঁচটি অক্স্রিজেন কনসেন্ট্রেটর সিভিল সার্জনকে প্রদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান,আমেরিকা প্রবাসী ফজলে রাব্বীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জার্মানীর প্রযুক্তিতে চীনে তৈরী এসব অক্সিজেন কনসেন্ট্রেটর নিজে নিজেই অক্সিজেন তৈরী করবে এবং রোগীরা তা ব্যবহার করতে পারবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy