নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
জয় বাংলা, জয় বাংলা কোন দলীয় স্লোগান নয়। এটা ছিলো আমাদের রণধ্বনি। এই স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি।” আজকে এটি বিতর্কিত করার জন্য বলা হয় এটা আওয়ামীলীগের স্লোগান। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের আয়োজনে আঞ্চিলক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, জয় বাংলা স্লোগান আওয়ামীলীগের বাপ দাদার সম্পত্তি না, এটা হলো আমাদের সকলের সম্পত্তি। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যাদের স্বাধীনতার প্রতি আস্থা আছে। নিশ্চয় জয় বাংলা তাদের প্রানের ধ্বনি, অন্তরের ধ্বনি। জয় বাংলা দিয়ে পাকিস্তানিদের আমরা পরাজিত করেছিলাম। আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলে যুদ্ধ করিনি। মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন দেশ যদি স্বাধীন হয় বাংলার মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে। বাসস্থানের ব্যবস্থা হবে, খাবার ব্যবস্থা হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা হবে। আজকে এই ৫০ বছরের মধ্যে আমরা মাত্র ২১ বছর রাষ্ট্র ক্ষমতায়, বঙ্গবন্ধু ছিলেন সাড়ে তিন বছর, দেশরত্ন শেখ হাসিনা সাড়ে ১৭ বছর মোট ২১ বছর আমরা। আর ২৯ বছর অন্যের হাতে রাষ্ট্র ক্ষমতায় ছিলো। অনেকেই প্রশ্ন করেন দেশ ৫০ বছর স্বাধীন হলো তবু আযো কেন এই অভিযোগ সেই অভিযোগ দাবী করতে হয়। করতে হয় কারন যারা ২৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তারা বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক আত্বমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হোক নিজের পায়ে দারাক এটা তারা চায় নাই। আঞ্চিলক বীর মুক্তিযুদ্ধ মহাসমাবেশে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিজয় দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy