নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে আটোয়ারী থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং মতবিনিময় সভা আহবানের উদ্দেশ্য ও পুজা কমিটির করনীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন। দূর্গাপুজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন কমিটির করনীয় সম্পর্কে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মতবিনিময় সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা কমিটির সভাপতি কল্যাণ কুমার ঘোষ, বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, শিকটিহারী দূর্গা মন্দিরের সভাপতি সুশিল চন্দ্র বর্মন, বর্ষালুপাড়া দূর্গা মন্দিরের সভাপতি পঙ্কজ রায় ডাবলু, পাল্টাপাড়া দূর্গামন্দিরের সহ-সভাপতি প্রদীপ কুমার বর্মন, মেলানীর রতন বিলাস প্রমুখ। এসময় ওসি বলেন, উপজেলার ২৯টি পুজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইউএনও আবু তাহের সামসুজ্জামান বলেন, কোভিড-১৯ এর কারনে প্রতিটি দূর্গামন্ডপে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানি মজুদ রাখতে হবে। তিনি সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পুজা অর্চনা সহ কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির নির্দেশনা অনুসরন করার আহবান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy