নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে এমপিও জালিয়াতির দায়ের করা মামলায় ধনেশ্বর বর্মন নামে এক স্কুলের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে পঞ্চগড় আমলী আদালত পঞ্চগড়-১। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে পঞ্চগড় আমলী আদালত পঞ্চগড়-১ এর বিচারক হুমায়ুন কবির সরকার এ আদেশ দেন। জানা যায়, আসামী ধনেশ্বর বর্মন পঞ্চগড় সদর উপজেলার বজরা পাড়া নতুনহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আদালত ও বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, রওশনুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক গীতারানী রায় চৌধুরী ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র সৃষ্টি করার অভিযোগ তুলে আদালতে এমপিও জালিয়াতির মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বাংলানিউজকে জানান, দীর্ঘ তদন্তের পর বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। এর পর রোববার ধার্য তারিখে আসামিরা জামিন আবেদনে করলে আদালত গীতারানী রায় চৌধুরী ও তোফাজ্জল হোসেনকে জামিন দিলেও প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy